কদিন আবার ঝড় থেমে যাবে, বুঝলি রাজন!


চিকাচার কলতানে মুখরিত হবে এই শহর।


টিয়া, দোয়েল, ময়না সম তাদের ওই ছোট্ট মন  


রতালে করতালে নাকি ভাসাবে আবার ঐ নগর ।
 
বিরহ বেদনা ভুলে গিয়ে সব, আবার মানুষ জাতি রে,


তাল, ছন্দ, কবিতা ও গানের নেশায় বুঁদ হয়ে যাবে।


রাত-দিন কাটাবে সুখে আবার ওই গড্ডালিকা প্রবাহে,


নহীন রাস্তায় হয়ত আবার অন্য কোনও রাজন জন্মাবে।


হন্যতে তোর অন্তরাত্মা, শিখিয়ে গেলি আজ গরীবের কদর।


কেউ কি বুঝবে তা ? নাকি আবার নতুন কোনও জীবনের মূল্যে,


চ্চ জাতি যত, ছুঁড়ে ফেলে দেয় নিরন্ন মায়ের বুকের আদর।


রজীবী আর কতদিন থাকবে রাজনরা, এই জগতে ভয়ে ভয়ে?


হারিস নি তুই, জীবন হেরেও তাই বাজি আজ গেছিস জিতে,


ক্ত ঝরিয়ে দুঃখে কাঁদালি শহর, সবাই আজ তাই ওদের বিপরীতে।।



(ছোট্ট রাজনকে একখানি ক্ষুদ্র উপহার)