কথা ছিল ভয় দেখানো একটা দমকা হাওয়া আসার,
কিন্তু এলো সে এক মিঠেল বাতাস।
ভেসে গেলাম আবার তোমার নির্ভেজাল আকর্ষণে ।
গোপন ভালবাসার এ এক অদ্ভুত প্রকাশ।  


প্রথম যখন দেখা হয়েছিলো দুজনার,
বেশ মনে আছে এখনও সেই দিন
কাব্য-কবিতার সেই আসরের মধ্য মণি ছিলে তুমি,
আর আমি মন হারিয়ে হয়েছিলাম দীন।


কথা ছিল এক আকাশ ভালবাসার ঝড় ওঠার,  
কিন্তু সে ঝড় বইলো শুধুই আমার মনে,
বিবাহিতা তুমি, যেন সেই দূরদিগন্তের অচিন পাখি,  
তবুও কেন বলেছিলে ভালবাসি, আমার কানে কানে।


কথা ছিল ভালোবাসার ওই দমকা হাওয়া আসার,  
কিন্তু এসেছিলো সে আমার মনে সুনামি হয়ে,  
ভালবাসার ঘূর্ণিপাকে উড়ে গেলাম দুজনেই,
বিবাহিতা তুমি, তবুও তো আমার বুক কাঁপেনি ভয়ে।  


ঘুরেছিলাম দুজনেই  করে হাত ধরাধরি,  
যত আছে অলি-গলি আর স্বর্গ সম নিষিদ্ধ কানন,
কেন বোঝনি তোমারযে আছে কিছু সামাজিক শিকল,
মন ছিল ঘোরে, তাই শোনেনি আর কোনও বারণ।


কথা ছিল থরথর ভাবে সমগ্র মেদিনী কাঁপার,
কিন্তু শুধু কেঁপেছিল তোমার ওই দুখান অধর,
বর্ষাস্নাত চাতক পাখি সম মন আমার, ভিজেছিল
চুম্বনে, যখন পেয়েছিল ভালবাসার প্রথম আদর।


তারপর পথ হেঁটেছি আমি, বহুযুগ ধরে, বহু দিকে দিকে,  
এই প্রেমহীন সংসারে, সম্বল সেই একখানি চুম্বন,  
তোমার কাছে হল যা এখন নিষিদ্ধ, এই জাগতিক ভবে,
আমার কাছে তা আজও ভালবাসার অবরুদ্ধ ক্রন্দন ।।  


কথা ছিল একটা বুককাঁপানো প্রেমের ঝড় ওঠার,
যুগ যুগ ধরে আছি এখনও নিয়ে অপেক্ষা এক বুক,  
ভাসবো আবার একসাথে, যদি খুঁজে পাও তারে, বোলো সখা
কিন্তু আবার একটা বিশুদ্ধ নিষিদ্ধ প্রেমের ঝড় তো উঠুক ।।