প্রভু,  তোমারই আশীর্বাদধন্য হয়ে
                     চাঁদমামার জোৎস্নাস্নাত রথে,
                পার করে এক মহাকাশ শূন্য পথ,
                        অবশেষে স্থান পেলাম মাএর জঠরে।


                ঠিকই বলেছিলে তুমি হে প্রভু,
                               মা ছিল শুধু আমারই অপেক্ষাতে,
                শিরশিরানি তার প্রতিটি রোমকূপের,
                              অনুভূত হয়েছিল আমার মস্তিষ্কতে।


                ঠাউরাতে পারি নি ঠিক ছিলাম কতদিন
                            মাএর সঙ্কুচিত ওই জঠরান্ধকারে,
                অন্ধকার কেটে ফুটেছিল আলো একদিন,
                           শুধু ভালবাসার উষ্ণতায় আর আদরে।


               কবি বলেছিলেন-বন্যেরা বনে সুন্দর
                            আর শিশুরা নাকি মাতৃক্রোড়ে।
               আবেশিত ছিলাম তার যথার্ততায়,
                           ভাবের আর চরমতার সুন্দরে।


               অবশেষে দেখালে আলো এই জগতের,
                           মেনেছি সবার সেরা, আমার মা,
               ভূমিষ্ঠ হতেই কৃতজ্ঞতায় প্রণাম দিয়ে,
                          কেঁদে বলেছি তোমায় ওঁয়া ওঁয়া ।


               জানো মা, জীবনে কেঁদেছি মাত্র দুবার,
                           সেই প্রথমবারের পর আবার এইবার,
               আমাকে পেয়ে জানি হয়নি খুশি কেউ, কিন্তু
                      যখন দেখেছি তোমারও অশ্রু মানেনা হার।


              আজ বুঝেছি, চাও নি তুমিও ছাড়তে আমায়,
                           যতই হই আমি তোমার শ্যামলা মেয়ে,
               তবুও কেন পারনি ধরে রাখতে আমায়, যখন
                        ওরা দিয়েছিল শরীরে নুনের দলা মাখিয়ে।


               চিৎকার করেছিলে তুমি, তা দেখেছি আমি,
                            কিন্তু সেটাতো করার কথা ছিল আমার।  
               কাঁদিনি মা, শুধু জ্বলেছিল এই কচি শরীরটা,
                           কেন তবে পারনি বাঁচাতে আমাকে আর ।


              প্রভু বলেছিলেন, জগতে নাকি তুমি সবচেয়ে বড়
                      সকল বিপদ থেকে করবে রক্ষা আমায়
           আর কে যেন বলেছিল, বন্যেরা শুধু বনে সুন্দর...
                        আর শিশুরা যেন কোথায়...  ???