সখা, আমি নই কোনও কবি,
নেই আমার কোনও কবিতাই
শুধু ছিল এটা প্রেমের এক হবি,
হিজিবিজি যা আসত মনে, লিখতাম তাই।


তাই ভেবনা এটাকে আবার কোনও কবিতা,
ভালবেসো না আমায় আবার, প্রিয় সবিতা ।।


আমারও তো সাধ ছিল জেনো,
তোমায় নিয়ে লিখব ভালো সব কবিতা।
চেষ্টা করেও তা হল না কেন,
মা সরস্বতীর কাছে বসে আজও, ভাবি তা।
খোঁপার ওই গোলাপ দিয়ে যখন তুমি,
করেছিলে অভিনয় প্রথম ওই ভালবাসার,
অবাধ্য এই মন উড়েছিল ছেড়ে ভুমি,  
এঁকেছিল তোমার প্রেমছবি, কবিতায় বার বার ।


তাই ভেব না এটাকে আবার কোনও কবিতা,
ভাবতে পার পাগলের প্রলাপ, যাচ্ছেতাই যা তা ।।

পড়াশুনায় বারে বারে ডিগবাজী দিয়ে,
ভালবাসায় বেঁধেছিলাম তোমায় ও সবিতা,
লিখেছিলাম সুপ্ত মনের রাঙ্গানো রঙে,
শুধু তোমারই জন্য, কিছু ভালো ভালো কবিতা,
তবুও যখন তোমার ওই গহন মনে।
রঙ ধরাতে না পারলো, আমার কবিতা।
কেন মিছে টুকলি করে লেখা বলে,
অপমানের রঙ চড়ালে, সাক্ষী আম-জনতা।।


ভেবনা এটাকে আবার নতুন করে সখ্যতা,
ভালবাসার পথ ফেলেছি হারিয়ে ও সবিতা ।।


ভালবাসার জ্বালায় পুড়ে পুড়ে,
মরে গিয়েছে আজ আমার হবিটা,
তবে আজ আবার কেন এসেছ ফিরে,
যখন শুকিয়ে গেছে এই মন নদীটা ।।
আজ আর নতুন ভাবে, নতুন করে,
পারব না নিয়ে এগোতে জীবনের পদ্যটা,
প্রথম ভালবাসার সে কদম ফুলে,
ছাই বেড়েছে এই রুক্ষ বাস্তবের গদ্যটা।


তাই আর বাসব না ভালো তোমায় ও সবিতা,
লিখ না আর আমায় নিয়ে কোনও কবিতা ।।