ফেসবুক ভালো না, টুইটার,
তর্কটা চলুক জোরদার ।।
তর্কেতে তোমার কি জেতা চাই ?
বন্ধুত্ব বাড়বে তাতে অবশ্যই ।।
মেকী বন্ধুর সাথে নিয়মিত চ্যাটে,  
দুধের স্বাদ কি আর ঘোলেতে মেটে ??


ওএলএক্স ভালো না ক্যুইকর,
এতর্কটাও জমুক জব্বর ।।
অনলাইনে কিছু তোমার বেচা চাই ?
আজ পৃথিবীর বাজার তোমার হাতে তাই ।।
আহা, প্রযুক্তিবাবার কি মহিমা ...
এসব কি মনুষ্যজাতের গরিমা ??


ফ্লিপকার্ট ভালো না অ্যামাজন,
চুপিচুপি করো কেন গুন্জন ।।
ভালো করে দেখে শুনে কেনা চাই,
উইন্ডো শপিং দেখ করে বাই বাই ।।
সাইবার জগতের, কোনো কিছুই নয় আজ ফেলনা,
ভেবে দেখো, এসবকি পকেট হালকা করার চাল না ??


যা কিছু লাগে ভালো, বেচা কেনা করে নাও,
কে জানে কখন ডুববে কার জীবনের নাও ।।
ভালোবাসা নাকি আজকাল সাইবার প্রেমময়,
কে জানে এই ভাবে কত জীবন বলিদান হয় ।।
হাটে-বাজারেও নাকি আজ সব কিছুই ভেজাল,
প্ল্যাস্টিক চাল আর প্ল্যাস্টিক ডিম, এসবই চীনামাল ।।


সন্তানের দিকে তাকিয়ে ভাবি, ভয়ে ভয়ে জেগে মাঝরাতে,
ভারর্চুয়াল সর্বস্ব জগতে ভবিষ্যৎ এর রাস্তা বইবে কোন খাতে ??