শোন বন্ধু শোন, আজ বলি এক ভারী মজার গল্প,
গল্প শেষে, তোমাদেরও ভাবতে হবে অল্প স্বল্প।
কারণ, শেষে আছে এক প্রশ্ন, যার উত্তর চায় এই কবি,
যারা পারবে, এ আসরে তারাও উত্তরের মতই দামী ।।


এক দেশে এক সাগরের ধারে এক ছিল ঘন সবুজ দ্বীপ,
ব-এর মত দেখতে বলে, ঈশ্বর নাম দিল তার ব-দ্বীপ।
সেই দ্বীপেতে বাস করত, ঈশ্বরের প্রিয় যত অনুভূতি ছানা,  
প্রিয় সবাই, তাই ঝগড়া-দ্বন্দ সেথায় ছিল নিত্য ঘটনা ।।


একদিন হঠাৎ কি হল জানো? প্রচণ্ড চরমে উঠল সে দ্বন্দ,
সবার সাথে সবার কথা বলা, মুখ – দেখাদেখিও প্রায় বন্ধ ।
ঈশ্বর আর এবারে সহ্য না করতে পেরে সবাইকে কাছে ডাকল,
বলল, দ্বীপ ছেড়ে সবাই পালাও, শীঘ্রই এই দ্বীপ ডুবতে চলল ।।


সবাই মিলে সাথে সাথে, যে যার মত পালাবার প্রস্তুতি নিল,
লাজুক ভালবাসা থাকল পড়ে একা, সে কিছুটা অলস ওর অহংকারীও ছিল।
ভালবাসা ভাবল, তার নিজের নতুন কিছু করার দরকার নেই,
সময় মত কাউকে ডাকলেই, সে তার নৌকায় তাকে দেবে ঠাঁই ।।


শেষের সেই দিন আসল অবশেষে, সবাই নৌকা নিয়ে ভাসল জলে,
ভালোবাসাও নিল প্রস্তুতি মনে মনে, প্রথম কাকে ডাকবে বলে।
প্রথমে সে হাঁকল বিত্তকে, বলল, ও বিত্ত ভাই, আমাকে নেবে ?
তোমার সাথে আমার সম্পর্ক সেই এই পৃথিবীর সৃষ্টি যবে, তবে।  


বিত্ত বলল রাখো তো তোমার প্রেম, তার আর আমার দরকার নেই,
আমার সম্পদের লোভে সব ভালোবাসা দৌড়ে আসবে এমনিতেই।
ভালবাসা এবারে সুখকে বলল ও সুখ ভাই, তুমি নেবে নৌকাতে?
সুখ দূর থেকে মাথা নাড়িয়ে না বলে, পাড়ি দিল অহংকারের সাথে।


মনের দুখে ভালোবাসা মরিয়া হয়ে বলল দুঃখকে, নেবে আমাকে তুমি?
দুঃখ চোখের জল ফেলে বলল, তোমায় নিয়ে আরও চাই না হতে দুখী।
বেচারা ভালোবাসা পড়ে গেলো ঘোর বিপদে, হাত পা ধরল হাসির,
হাসি বলল, আরে তুমি তো বেদনাময়, তাই যাও সাথে ওই কান্না-মাসীর।


কান্নাকে খুঁজে পেল না সে, কারণ সেতো দুখের সাথে আগেই পগারপার,
দুঃখ আর কান্না দুজনের পরিপূরক, ওদের চাই না তো কাউকে আর,
মনের দুঃখে ভালোবাসা শুধু কাঁদে, বেঘোরে গেলো বুঝি প্রাণটাও,
হঠাৎ এক গুরুগম্ভীর গলা শোনে, চলে এস আমাদের নৌকায় ।।


চোখ তুলে সে দেখে, দুই প্রবীণ আছে অপেক্ষায় তার জন্য নৌকায়,
ইতস্তত করেও শেষে ভালবাসা তাতেই নিজে বাঁচার জন্য ঝাপায়।
অনেক পরে, অনেক দূরে, অন্য কোনও দ্বীপে স্থিত হয় তারা আবার,
প্রবীণেরা বলে, দেখলে তো, শুধু আমরাই জানি দাম ভালবাসার ।।  


কবিবর, এখানেই আমার গল্পটিও ফুরোল, আর নটে গাছটিও মুড়োলো,
আর সাথে সাথে সেই বিশুদ্ধ প্রশ্নটিও এই অধমের জঠরে জন্মাল ।
বলতে পারো প্রবীণদ্বয়ের নাম, যারা নিয়েছিল ভার ভালোবাসার ?
প্রাণ খুলে বলোতো দেখি একবার -" ভালোবাসা - তুমি কার ?? "




●● উত্তর এই পাতায় কাল বিকেলে দেওয়া হবে ।