কবিবন্ধু, পাঠক-পাঠিকা আর এই আসরের যত গুণীজন,
সবার প্রতি রইল অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন ।
সময় হল সারা, তাই দরকার এবার প্রশ্নের উত্তর খোঁজবার,
নতুন কেউ? ভ্যাবাচ্যাকা খেয়ে ভাবেন বুঝি এটা কি আবার ?
তাহলে চট করে পড়ে নিন প্রথম পর্ব, ভালোবাসা তুমি কার ?


যাই হোক এসব ছেড়ে চল যাই ওই নির্জন দ্বীপ যাতে,
ছেড়ে এসেছি আমরা ভালোবাসাকে সেই প্রবীণদ্বয়ের সাথে ।
ভালোবাসা তো নিশ্চুপ, খানিক অনিশ্চয়তায়, খানিক আঁধারে,
অনিশ্চয়তা ভাঙ্গে তার এক প্রবীণের গুরুগম্ভীর কন্ঠস্বরে।


ভালোবাসা বলে কে তোমরা প্রবীণদ্বয়, বাঁচালে আমাকে,
যেখানে সবাই পালাল, আমাকে একলা ফেলে রেখে ।
এই শুনে এক প্রবীণ বলে উঠলেন আমি হলাম জ্ঞান,
যার কাছে থাকি, সেই বোঝে প্রকৃত ভালোবাসার দাম ।


তবু আমাদের মধ্যে যদি বল কে শ্রেষ্ঠ, বলব তাহলে উনি,
অপরজনকে দেখিয়ে বললেন সেই প্রবীণ জ্ঞানী ।
উনি করেন না কারোর অপেক্ষা, তাই সবাই পায় ভয়,
ভালোবাসা তুমি ওনারই মানসকন্যা, ওনার নাম সময় ।।


প্রতিনিয়ত করেছ উপেক্ষা, ভেবেছ সবই ভালোবাসাময়,
মূর্খ তুমি, বুঝলেতো সময় বিনা ভালোবাসাও যাতনাময় ।।
ভালোবাসা করে আখিঁ নীচু, সময়কে বলে, তোমাকে সেলাম,
এই কবিও করে সেলাম, প্রথম সঠিক উত্তরদাতাকে, তিনি
এই আসরের সবার প্রিয়, তিনি কবিবন্ধু আরশাদ ইমাম ।।