সকাল বেলায় পায়ে চাকা লাগিয়ে কোথায় চললি ঘোতন ?
বলব পরে, এখন আছে তাড়া, ওই দাঁড়িয়ে আছে মদন।
কেন রে হয়েছে নাকি বিপদ-আপদ, কারোর কোনও কিছু?
ওফ, শিবু দা, মাইরী বলছি, অন্তত ছাড়ো না এবার পিছু।


কেনরে? কি হয়েছে সেটা আমাকে বলতে বুঝি মানা ?
দুর্বুদ্ধিটা কে দিচ্ছে শুনি, ওই ও পাড়ার বুঝি মদনা।
আমার কথার জবাব না দিয়ে পারবি না যেতে এক পাও
পা দিয়ে চেপে দিয়ে, শুধু দেখব, কেমন করে তুমি তড়পাও ?


পায়ে পড়ছি ও শিবুদা, আজ এবারের মত মাপ করো,
বলছি তোমায়, সব কিছু, এবারে রাস্তাটা তুমি ছাড়ো।
কথা দিতে হবে, এ ব্যাপারে বাড়িতে কিছু বলবে না,
পা ভেঙ্গে দেবে, যদি জানে প্রেমে পড়েছে তাদের ঘোতনা।।


বলিস কিরে, শেষ পর্যন্ত তুইও নাকি প্রেমে পড়লি?
ভালো করে ভেবে দেখ, পড়েনি তো তোর চোখে ঠুলি।
তা সে কোন মেয়ে দেখা একবার, এত বড় ভুল করল।
বাঁদরের গলার মুক্তোর মালা হয়ে, কি করে সে ঝুলে পড়ল?


শিবুদা, মাইরী বলছি, একেবারে ঠিক হচ্ছে না কিন্তু,
আমিও তো মানুষ নাকি, নইতো বনের কোনও জন্তু।
আরে ছাড় ছাড়, কারুর তোকে ভালোবাসা নয়রে অতটা সোজা,  
সাড়ে তিন ফুটের বামন কি পারে সামলাতে ওই প্রেমের বোঝা।


বামন হয়ে চাঁদে হাত দিলে, মরবি চাঁদের জ্যোৎস্নায় জ্বলে,
এই বলে দিল তোর শিবুদা, নে যা তুই এবারে চলে।
একি কথা বললে শিবুদা, এ তোমার ভালোবাসা না অভিশাপ?
প্রেমিকা আমার অপেক্ষায় সেথায়, তাই আর নিওনা তুমি চাপ।


বিকেল বেলায় ফিরব যখন, তখন দেখাব তোমায় তাকে,
শেষে দেখব, সে মেয়ে আসছে হেথায় প্রেমিককে নিয়ে কাঁখে।
যা যা, মেলা করিস না দেরি, নয়ত সে পাখি এবারে পালাবে,  
এক সাড়ে তিন ফুট বামনের জন্য আবার, কতক্ষন সে দাঁড়াবে?


------------------
------------------


একি দুপুরে তুই একা কেন, তোর প্রেমিকা কোথায় ঘোতনা ?
ও মেয়ে ভেগেছে জানো শিবুদা, আর সাথে ভেগেছে ওই মদনা।
আমাকে ওরা ব্যাবহার করেছে, যার মাস্টারমাইন্ড ওই মদনা,
আমাকেই ওরা মিডিয়াম করেছে, বানিয়েছে যেন দারুর চাখনা ।।


বামন আমি, আমার তো তাই চাঁদে হাত দেওয়া মানা,
কিন্তু অনুভূতিগুলো যে সুড়সুড়ি দেয়, বামন বলে তো ছাড়ে না।
সাড়ে তিন ফুটের প্রেম আমার টিকল না সাড়ে তিন ঘণ্টাও,
প্রেমিকা আমার প্রেম কেড়ে নিয়ে মেরে গেলো আমার মনটাও।।
  
বামন যদি, তবে ওই হরমোনগুলো রোজ রাতে কেন কামড়ায়?
ওহ শিবুদা, মানুষ হতে গিয়েও মানুষ কেন বামন হয়ে জন্মায় ??
বলো না, চোখ ফেটে যায়, তবু ভগবানও কেন উদাসীন রয় -
মানুষ হয়ে মানুষেরই মাঝে, কেন রোজ অপমানেই প্রাণ যায় ??