ও কবিভাই, যাবে ভায়া
                  বল আজ আমার সাথে ?
নিয়ে যাব ওই মোহনপুরে,
            রাতপরীরা যেথায় থাকে।
রূপকথারই মতো সে দেশ,
           আছে সেথায় অচিনপুরে,
মোহন বাঁশীর সুরের তালে,
           সবাই দোলে নেশার ঘোরে ।।


সুন্দরীদের গানের সুরে,
            ভালবাসার স্বপ্ন ঝরে।
চাঁদ উঠলে গগনমাঝে,
            স্বপ্নপুরীর দরজা খোলে,
স্বর্গপুরীর অপ্সরা সব,
            মর্ত্যে আসে লজ্জা ভুলে ।
শরীর খেলায় মজে সব
            হারিয়ে যায় কোন অতলে ।।


ও কবিভাই, যাবে ভায়া
                 তুমি আজ আমার সাথে ?
লালবাতির নীল প্রাসাদের
            কাব্য লিখবে নিজ হাতে।
ভালবাসার উষ্ণতারই
            গন্ধ পাবে গরম ঠোঁটে,
রাধার নেশা কেটে গেলে,
            মজবে তার সখীর সাথে ।।


রাতপোহালেই সোহাগগুলো,
           হবে দুখী মায়ের শূন্য আঁচল,
ভালবাসা সব উবে গিয়ে,
            বাষ্প হবে তার চোখের কাজল।
সুধীজনেরাই রোদের আলোয়,
            বলবে ওদের ঘোর অস্পৃশ্য,
কি কবি ভাই, লিখবে নাকি
            চুম্বনের এক অন্তরঙ্গ দৃশ্য