বলতে পারো কে দিল,
              আমাদের নাম মানুষ ?
কোন বাতাসে ভরেছিল
              বিশ্বাসের এই ফানুস।
“মানুষ” না “অমানুষ” বল
              কোনটা ভালো হত?
সবচেয়ে ভালো হত যদি
             “জানোয়ার” নাম দিত ।


কন্ডাক্টর টিকিট চাইলেই
              তবে বিরক্ত কেন হই?
লাইনে দাঁড়াতে বললে
               কেন চিৎকার জুড়ে দিই?
মানুষ আপন টাকা পর,
                    যত পারিস মানুষ ধর
বলতে পারো শুনলে কেন
                    বুক করে ধড়ফড় ?


বিশ্বাসে নাকি মিলায় বস্তু,
               আর তর্কে বহুদূর,
বলতে পারো কে বলেছিল
                     হয়ে আনন্দে ভরপুর।
আঁকড়ে থাকলে তবে কেন
               তাকে অন্ধবিশ্বাস বলি ?
তর্ক জুড়লেই বা কেন
               তবে চড়াই তারই বলি ?  
  
প্রথম বিশ্বেরই যত দোষ,
             সদা শোষিত আমরা,
গরীব পিটিয়ে তবে কেন
             টান করি এই চামড়া ?
শোষক – শোষিত পিরামিডে
            আজ কোন স্থানেতে আছি?
বলতে পারো সত্যি ভুলে
            কেন মিথ্যে বলেই বাঁচি ?  

অদ্ভুতুড়ে এইসব প্রশ্নগুলো,
             কেন মাথার পরে আসে?
ভালোই বেশ বেঁচে আছি,
             তাই মানুষ ছদ্মবেশে ।।