অদ্ভুতুড়ে প্রশ্নগুলো আবার,
               মাথার পরে আসে
বলতে পারো উত্তরগুলো,
             একটুকুও না হেসে ।


বলোতো দেখি  জলকে কেন
             জীবন বলে ডাকি ?
সেই জলেই কেন মরণটা
             জীবনকে দেয় ফাঁকি।


মরা মানুষ দেখিতো বেশ,
              জলের উপর ভাসে,
জ্যান্ত মানুষ তবে কেন
              জলে ডোবে শেষে,

বলোতো দেহের ওজন বেশী
              না প্রানের ওজন বেশী।
তবে জলেই দেহ থাকলে
             কেন জীবনটা হয় বাসি ?

সারা জীবন করলেও
             কেন নাম হয়না কোনও
মরণ হলে তবে কেন
           তার ছবি টাঙ্গিয়ে রাখো ?


জীবন দিয়ে ভালোবেসেও,
           সুখ পায় না কেউ,
তবে দুখের সময় সবাই
          কেন কাঁদে ভেউ ভেউ।


পাপী মানুষ সারাজীবন
           কেন শুধুই সুখে থাকে?
হঠাৎ করে পটল তোলে
         একবার হরিনামটা ডেকে।


ভালো মানুষ কষ্ট করে
          পুণ্য সঞ্চয় করে,
তবে মরার সময়ে কেন
          এত কষ্ট পেয়ে মরে ।

পাপী হব না ভালো হব
           তাই বুঝিনা ভাই শেষে,
বলতে যদি পারো তবে
           আমি মরতে পারি হেসে
                
উফ ! অদ্ভুতুড়ে প্রশ্নগুলো
             জীবন জ্বালিয়ে খায় শেষে,
মানুষ জন্ম নিলাম কেন
             তা আক্ষেপ করি বসে ।