কিহে বটকেষ্ট, বলি মুখ করে আছ কেন চূণ ?
এবার তো সবারই পিএমএস করেছি দারুণ ।।
হেঁ হেঁ, তা যা বলেছেন স্যর, হল তো ভালোই,
ভাবছি এই চিঠি নিয়ে গিন্নীকে কি মুখ দেখাই ।।


কেন ? বোলো গিয়ে তাকে চিন্তার আর কিছু নাই,
পরেরবারে প্রোমোশন পাক্কা, বলে দিলুম তাই ।।
কি যে বলেন স্যর, এই নিয়ে পাঁচ পাঁচবার শুনলাম,
আপনার ফাঁদে পা দিয়েই তো জাতাকলে পড়লাম ।।


কেন কি খারাপ হয়েছে ? সবাইকে তিন পার্সেন্ট,
সাম্যবাদের উদাহরণ হল এই প্রফিট-লস কোশেন্ট ।।
সাম্যবাদ না ছাই, আসলে সবই হল গিয়ে ওই অয়েলিং,
যার তেল যত ভালো, হবে তারই স্যালারী ইনক্রিসিঙ্গ।


বলুন না স্যর কোন তেলে পানি পাবে আমার হাল টা ?
কলুর বলদ হয়েছিই, চাইলে দেব তেলের আস্ত ঘানিটা ।
কোন ব্রান্ড বেশী পছন্দ এইবেলা ঝেড়ে কাশুন আপনিও,
সব দেব, দেশী বিদেশী যা ভাল, লাগলে দেব জাপানীও ।।


অনুরোধ একটাই, শুধু চাই বছরভর সৎ পরিশ্রমের দাম,
চোপ রও !! জানো এর জন্য তুমি চাকরী হারাবে একদম।
হেঁ হেঁ, তোমার মতো বজ্জাত এছাড়া আর করতে কি পার ?
এই যে নাও ইস্তফা পত্র, এবারে নিজের তেল নিজেই মাখ ।।




*** পিএমএস - পারফর্মেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বা অ্যাপ্রেইসাল ।।। যা সব অফিসেই হয়, এটা নিয়েই একটি
বাস্তব মিশ্রিত রসিকতা ।।