আচ্ছা ভাবো যদি  কখনো এমন হত,
ভগবান নিজে এসে দেখা দিয়ে যেত,
সাথে যদি দিয়ে যেত একটুকরো শৈশব।
তাহলে জীবনের সমীকরণ কি ভালো হত,
তবে কি রাতের আঁধারটা আরও কিছু কমত,
নাকি মনটা আরও করত খানিকটা কলরব ।।


তা সেই  শৈশব ধুয়ে কি জল খাবে শুনি ?
রাতারাতি হবে কি কোনো বিখ্যাত বা গুণী ?
ফিরতে হবে তো আবার বড়দের এই ভবে।
এর চেয়ে ঢের ভালো যদি পুরোপুরি পাও,
শৈশবের সব সখ-আল্হাদ চেটেপুটে খাও ,
ভগবান দাও ফিরিয়ে দাও ফের সেই শৈশবে ।।


থাকতে না চাই আর এই হিংসার পৃথিবীতে,
ফিরতে চাই না আর এই রক্তাক্ত অচলায়তনে,
ভালোবাসাও বিষাক্ত আজ এই বিষের বাতাসে।
চাই ফিরে সে রেনী ডের জোলো একলা দুপুর,
চাই যেতে সেই নক্সী কাঁথার মাঠে টাপুর টুপুর,
যদি পাই সেই শৈশব, ভাসব তবে ফের আকাশে ।।