অনেক দিনের এক সুপ্ত বাসনা নিয়ে লিখলাম কবিতা
সারা রাতের ঐ ঝড়-ঝাপটা সামলে,
ভোরের আলোতে তা প্রকাশ করলে,
অসংখ্য ভালো মন্তব্যে ভাসল আমার কবিত্ব সত্ত্বাটা ।।


হঠাৎ চোখ গেলো এক পাঠকের  অতি সাধারণতম মন্তব্যে,
পাশ কাটিয়েই প্রথমে যাচ্ছিলাম চলে,
ত্বরিতে মস্তিষ্কে চেতনার রক্তক্ষরণ ফলে,
সংগ্রামী আমি ফিরলাম, আমার ক্ষয়িষ্ণু এই জাগতিক ভবে ।।


পাঠকের মন্তব্য সাদামাটা-“বেশ, এভাবেই চালিয়ে যান কবি”,
হৃদয়ে বিদ্যুৎ তরঙ্গ নামালো শিহরণ,
কোষে কোষে শুরু হল অন্তর দহন,
কি চালাবো - কলম না জীবন, অনেক ভেবেও ভুলল না ভবি  ।।


কলম কি লাঙলের মতো চালানো যায়, প্রতি ক্ষণের যন্ত্রণায়,
যখন জঠর খিদের বেদনায় কাঁদে,
যখন জীবন থাকে মরীচিকার ফাঁদে,
জীবনও কি চলে নাকি, শুধুই অন্তঃসারশূন্য কবিত্বের মন্ত্রণায় ।।


ইচ্ছা একদিন কবিত্বকে বেঁধে উপহাসের সুস্বাদু পদ খাওয়াব,
উপহাস বেটে কি পাওয়া যাবে জীবনের রস ?
সে রসে গলবে কি এই ক্ষয়িষ্ণু সমাজের ধস,
জানলে বোল, ততক্ষণ না হয়  “বেশ-এভাবেই চালিয়ে যাব”।।



*************************************


**
এই আসরের সকল কবিবন্ধু, অগ্রজ কবিবর ও সকল পাঠকদের অনুরোধ - দয়া করে এটাকে কোনও ব্যক্তিগত আক্রোশ, বা আক্রমণ, বা অভিমান, বলে মনে করবেন না।  কথার ছলে বা ভালো লাগা বোঝাতে আমরা সবাই কখনো না কখনো এই কথাটা অন্যকে বলেছি, আমিও তার ব্যতিক্রম নই, তাই এটা শুধুমাত্র নিজের এক উপলব্ধি। কবির কল্পনায়।