সেদিন রাতে সময়দেব, দিলেন দেখা ঐ স্বপ্নেতে,
বললে কেন বাজে বকো, শুধুই আমার নামেতে।
কে বললে তোমাদের, রোজই নাকি বদলে যাই,
সবকিছুই আমি নাকি ভালো থেকে খারাপ বানাই।।


ধর্মটুকু নাইবা পড়লে, বিজ্ঞানটা একবার পড়ে নিও,
অন্য সব  শক্তির ন্যায়, আমিও সদা অপরিবর্তনীয়।  
সুসময় ও অসময় বলে, মিছেই তো বদনাম করো,
এবার বাপু আমায় ছেড়ে, দৌড়ে ঐ ভাগ্যকে ধরো।।


নায়াগ্রার ঐ জলের তোড়, যেমন আজও বয়ে যায়,
অতীত থেকে অদ্যাবদ্ধি, সময়ও তেমনি চলে যায়।
ঘণ্টা, মিনিট, সেকেন্ডের ,পোশাক তোমরা পরিয়েছ,
নিজেদের সব কলঙ্কের ভাগীদারও আমায় করিয়েছ।।


মানুষে ভুল বোঝে আর অপরকেও ভুল বুঝিয়ে যায়,
সময় নিজেই বদলায় না, অন্যকেই সে বদলে দেয়।।