চারিদিকে যত হবে ভাই, অর্থনীতির উদারীকরণ,
সঙ্কুচিত হবে ততই জেনো, এই অধম মানব মন।
খাতায় কলমে বুদ্ধিমান তাই, যতই ভাবি নিজেকে,
বুদ্ধি যায় তেল আনতে, যখন বিশ্বাস করি ফড়েকে।


বলছি শোন, খবরদার, গা ভাসিও না উদারীকরণে,
নইলে পাবে হাবুর দশা, আর শান্তি পাবে না মরণে।
ভাবছ বসে, হাবুটা কে ? বলছি এবারে দেখে শেখ,
সবার মধ্যে পাবে হাবুকে, যদি মন আরশিতে দেখ।


হাবু আমাদের মধ্যবিত্ত, রাত দিন ধরে জমায় টাকা,
মেয়ের বিয়ের স্বপ্ন দেখে, সবাই যেমন দেখে কাকা।
সর্বসাকুল্যে প্রায় পাঁচ লাখ, হাবু জমাল রাষ্ট্রীয় ব্যাঙ্কে,
কর্মচারীও গছাল কার্ড হাবুকে, জমা খাতারই থ্যাঙ্কে ।।


এছাড়াও হাবু পেল সুবিধা ফোন ও নেট ব্যাঙ্কিংএর,
হাসি মুখে ফিরল হাবু, মুখে জয় ওই উদারীকরণের।
বিয়ের আগের মাসে, ব্যাঙ্ক থেকেই এক ফোনও এলো,
গণ্ডগোল হয়েছে কিছু, খাতা ও কার্ডের ডিটেলস বলো ।।


স্মার্টলি তারা জেনে নিল, ঐ হাবুর তালার চাবিখানি,
হাবু ছিল গুরুত্ত্বের ঘোরে, বুঝলে নাতো কৌশলখানি।
হঠাত এক মেসেজ এসে জাগনো হাবুর ঘুম ভাঙ্গালো,
বুঝল সে খাতা ফাঁকা, নিজেই নিজের কপাল পোড়াল ।।


ফড়ে বাবাজীর এক ধাক্কাতে, হাবু বাবু আজ জমিতে,
মেয়ের বিয়ে হল না আর, দু-দু বার গেলো মরিতে।
মেয়ে এখন থাকে নাকি সুদুর কোন এক পিসির বাড়ি,
হাবু এখন বদ্ধ পাগল, আর উদারনীতীর সাথেও আড়ি ।।


পাড়ায় পাড়ায় ঘোরে, সাথে গালও পাড়ে যাকে তাকে,
আর ঐ ফাঁদে যেন না পড়তে হয় আমায় বা আপনাকে।  
বাঁচতে চাইলে শিক্ষা নিয়ে জীবনভর আর হয়ো না হাবু,
ব্যাঙ্কখাতা ও কার্ড তথ্য কখনোই কাউকে দিও না বাবু ।।