দিন গেল তবে অন্ধকারে বহু
বধির ছিলাম সেও একরকম ভাল
আবার কোনোএক বাঁকে হয়তো
ফেলেযাবে অবহেলা,


বহুদূর হেঁটে এসে ক্লান্ত হৃদয় বসবো তার পাসে, কথা দেব, বলবো


মৃদুলা


সেই বাঁধন গুলিকি তোমার আজও আছে আঁচলে
এখনো কি তুমি!
নাহ: থাক, যাক দিন যাক রাত্রি
বেড়ে ওঠো তুমি, তোমার আশ্রম, ছেলে মেয়ে গুলি, এখানে অন্ধকার,
আমি আছি আবর্তে ডুবে
কী হবে এ পোড়া শরীর নিয়ে
ছাই হবে একদিন শুধু


অনেক বসন্ত দেখেছি এমোনি


আরো কিছু থাকে যদি
রতিদেবতার প্রতি,  লিখে যাব


আমাকে জ্বালাও একেলা ।