বুদ্ধং বন্দামি
ধম্মং বন্দামি
সঙ্ঘং বন্দামি
অহং বন্দামি সব্বদা ”।


জীবন সংজ্ঞা জানতে গিয়ে জেনেছি
জীবন –জলন্ত সিগারেটের মতো জ্বলতে জ্বলতে
ছাই ধূলোবালি হয়ে মিশে যাওয়া .. .
জীবন –পদ্মা নদী ভাঙ্গনের মতো ভাঙ্গতে ভাঙ্গতে
জলে জলে মিলে অস্থিত্বহীন হয়ে পড়া
জীবন –বাগানে ফুলের মতো সুবাস বিলাতে বিলাতে
অকাস্মাৎ
        ঝরে যাওয়া
                পচে যাওয়া
আর নয় তাই ‍পিছু ফেরা
আর নয় জেগে জেগে স্বপ্ন দ্যাখা
দু’হাত জোড় করে নতজানু হয়ে আছি
নাছোড়বান্দা চাইছি বর ভালোবাসা ....#