বুদ্ধং সরণং গচ্ছামি
ধম্মং  সরণং গচ্ছামি
সঙ্ঘং  সরণং গচ্ছামি
দুতিযম্পি, ততিযম্পি এবঙ সব্বদা …


হারানোর কিছু নেই আর বাকী
হারিয়েছি সব আমি একাকী
তাই ফিরছি আবারো নি:স্ব রিক্ত হস্তে
পথ থেকে পথে ঘুরেছি শুধু
এদিক ওদিক চৌদিক
এখনো দু’চোখে মরুভুমি  ধূ ধূ
বঙ্গোপসাগরের উত্তাল  ঢ়েউ আর গভীর অন্ধকার
এবঙ না পাওয়ার দীঘশ্বাস . . .
আর নয় জাগতিক মায়া মোহ
ক্লান্ত পথিক ক্লান্ত জীবন
ক্লান্ত চোখ ক্লান্ত যৌবণ …#