তুমি চলে গেছো নিজের মতো
নিজস্ব স্টাইলে
নিজস্ব ঢঙে শোননি কোন কথা
দিয়ে গেছো সহস্র রঙের ব্যথা
কি করি রাখনা কোনো খবর
ভালোবাসার তাই দিয়েছি কবর
হৃদয় গহীণে অহর্নিশ বৈশাখী ঝড়
এলোমেলো বাতাসে ঘুরি ছোটবড়
দু:খগুলো কাদেঁ নিয়ে
উত্তর দক্ষিণ
              পূর্ব পশ্চিম
হাটি
    হাটি
          পা
              পা
ভাঙ্গছে কেবল ভাঙ্গছে হৃদয় শঙ্কচুর
এমনতো কথা ছিলনা চলে যাবে


চোখের জলে নদী হবে
জলের মাঝে ঘর হবে
নবোঢ়া তুমি পর হবে
স্বপ্ন গুলো হারিয়ে যাবে
আমার ভালোবাসা অকালে মরে যাবে  ।