শ্রমের বিনিময়ে শ্রমের মজুরী
দিন দিন বাড়ছে কোথাও কোথাও
শ্রমের বিনিময়ে শ্রমের মজুরী
দিন দিন কমছে কোথাও কোথাও
কেনো এই বৈষম্যতা
সবাই আমরা শ্রমিক
কেউ দৈনিক
কেউ মাসিক
মজুরী নিয়ে প্রকৃতির বুকে
প্রকৃতির সাথে বেধেঁছি সংসার
বেধেঁছি নীড় কতো সুখের
তবুও কি সুখী বলা যায়
তবুও আছি ভালোবাসায়
তবুও স্বপ্ন দেখে যাই
তবুও হাসি- গাই গান
যদিও সহস্র মান-অভিমান ।