চাঁদে যেমন চন্দ্র বিন্দু
তেমন তোমার টিপ
সাগর জলে ভেসে উঠা
দারুচিনি দ্বীপ।
শনির যেমন বলয় রেখা
তেমন কানের দুল
নাকের ডগায় খোদাই করা
স্বর্ণলতার ফুল।
চোখের কাজল চোখেই রেখো
আকাশ মেঘে ঢাকা,
ঠোঁটের ভাজে পদ্ম হাসে
ঢেউ খেলে যায় বাঁকা।
এমন মুখে অতি সুখে
হাজার হৃদয় কাঁদে
তোমার চুলে ঢাকলে পরে
গ্রহন লাগে চাঁদে।