হারিকেনের নিভু নিভু আলোতে
শেষ বার তোমারে যহন দেহি!
তুমি তহন বাডা মেন্দির কাঁচা রং
বাতাসে হুগাও।
আলতা রাঙ্গা পা দুইখান,
শাড়িতে লুফাও।
ওষ্ঠ বাইয়া পরা পানের পিক
রোমালে মুছতে মুছতে,
আমারে কাছে ডাইকা কইলা,
"আমারে ক্যামন লাগতেছে, কও তো"?
তার পর অশ্রু মুইছা,বিদায় বেলাতে
উপরে তুইলা হাত,
কত চাঁন তারা পিছনে ফেইলা,
কাঁটাইছি সেই রাত।
কত প্রশ্নরে মাটি চাঁপা দিয়া!
ভুলতে চাইছি চেহারা,
চোখের নিমিষে তোমারে নিয়া,
সজোরে ছুটিলো বেহারা।


তারপর আমার কত সাধের ভাত
উনুনেই জাউ হইয়া গেল!
কত গঙ্গা অনাদরে শুকাইলো জল!
কত হোয়াগের পিরিত,
মাডে মাডে মরলো না খাইয়া!
খালি তুমি,আইবা আইবা কইরা
আইলা না...


এহন আমার আপনা বলতে
চড়ুইর বাসা।
আমারে আদর কইরা থাকতে দেয়,
খাইতে দেয়,রাইত ঐলে গান হুনায়।
আমি অবশ্য ত্রিশ টেকা রোজে
পাথর ভাঙ্গি।
যেমনটা তুমি আমার মন ভাঙ্গছিলা!
ব্যাথা পাইছিলা?কষ্ট হইছিলো?
নাকি ছাইড়া দিতে হইবো বইলা
ছাইড়া দিছো?


তাও যদি কোনদিন আমারে
দেখবার ইচ্ছা জাগে,
আমারে দাফন করতে না করছি মরিলে
তুমি দেখিবার আগে।
তহন যদি মায়া লাগে,
কাইন্দো আমার জইন্য,
মনে রাইখো,আমি অধম
হেইদিন হইবো ধইন্য।
দাফন কইরা,আপন কইরা
তার পর তুই যাবি,
এইডা আমার তোর উপরে,
এই জনমের দাবি।