আমি আর আমার একাকিত্বে তুমি নীলাঞ্জনা
তোমাকে হারিয়েছি অসীমের মাঝে নীলাঞ্জনা
আকুলতা মোর ব্যাকুলতা হয়ে খুচ্ছে তোমায় নীলাঞ্জনা
রক্ত চাদরে বিছায়েছো পথ স্বর্গ পানে নীলাঞ্জনা।


বৈরীর মাঝে ঐরি তুমি কপোতের মাঝে নীলাঞ্জনা
তোমার মাঝে অন্য তুমিতে,ধন্য আমি নীলাঞ্জনা


শ্বেত বসন্তে,ধূসর মাঠের প্রান্তে তুমি নীলাঞ্জনা
দিবা স্বপ্নের প্রখরতায় দাড়িঁয়ে আছো নীলাঞ্জনা
কাছে থেকেও দূরে তুমি লাগে যেন খুব অচেনা
শুধু তোমায় ভালবাসি,ভালবাসি নীলাঞ্জনা।