প্রিয়তমা,
এ আমার শেষ চিঠি,
পড়ো কিন্তু!ফেলো না
কেমন আছো?
আশা করি ভাল।
বধুর বেশে অবশেষে
ঘর করছো আলো।
তুমি নাকি স্বপ্ন বুনো?
স্বপ্নপুরির দেশে?
আমি কিন্তু ভালই আছি।
অভিনেতার বেশে।
কাঁদছো জানি নোনা পানি
তোমার কাছে কান্না।
আমিও কাঁদি,গভীর রাতে
আজকের পর অার না।
কি আর করবে?জানি আমি
স্বামী করলে বায়না
ভাল থাকো এইটুকু চাই
বেশী কিছু চাই না।
পুরুষ বলে তোমায় বুঝি
বুঝি শরীর মন
বাস্তবতার কাছে শরীর
লড়বে যতক্ষন।
যখন তিনি হাত বুলাবেন
তোমার কালো কেশে।
প্রতি রাতে অজুহাতে,
প্রিয়তমা হারিয়ে যাবে
অনুভূতির দেশে।