বৃষ্টি!
এ কেমন সৃষ্টি
চোখের জল হয়ে,
তোমার বিরহে মন
নদী হয়ে যায় বয়ে।

বলেছিলাম ভালবাসি
একি আমার ভুল
আমার হৃদয়ে তুমি
ফুটন্ত এক ফুল
সেই ফুলকে ভালবেসে
কাঁটার অাঘাত সয়ে
তোমার বিরহে মন
নদী হয়ে যায় বয়ে।


বৃষ্টি!
ভিজিয়ে দাও আমায়
খুঁজে নাও তোমাকে আমাতে
বোতাম হয়ে রেখে দিয়ো
আমায় তোমার জামাতে।


তবুও আমায় পর করো না
দিয়ো না আর ব্যাথা
চোখে আমার বৃষ্টি ফোঁটে
শুনলে তোমার কথা।
ভুল যদি মোর হয়ে থাকে
রেখে দিয়ো ক্ষমায়
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি!
অনেক বেশী ভালবাসি তোমায়।