কেমন আছো?
বললেনা কিন্তুু!
মেঘ রাত্রির বিদ্যুতের মতন,
ঠিক গেলে আর এলে।
বুঝতে দিলেনা তুমিও চাও
না পাওয়া চাওয়া গুলো।
বুকের মাঝে চাপা পরা নিশ্বাস;
আর আমার ওপর বিশ্বাস
যা আজ বাস্তবতার ভুল।


যদি প্রশ্ন করি,কেনো এলে?
কেন বার বার হতাশ করে সব
দ্রুত প্রস্থান করো বেগে?
না কি,তুমি ভয় করো না সে সব?
আরাল হলেই ঠোঁটে ঠোঁট রেখে
বৈধ মনে অবৈধ ভালবাসা!
যেখানে,
আমাকে ভিজিয়ে চোখের জলে
আমার জলে করো স্নান!
মনে রেখো,
পার্থক্য জলের গাড়ত্বে আর রঙ্গে।
তোমাতে আমাতে নয়।
তাহলে কেন বৈধতার প্রশ্ন
কেন মনে চেপে ভয়?


দিয়েছো আমায়
দু দন্ডের প্রাশান্তি
আর নিরবতা....
করতে পারোনি জয়।