অজান্তে কাছে আশা
তাকিয়ে দুপাশ
নীরবতায় তোমার ঠোঁটে
তাহার দীর্ঘ শ্বাস।


তার পর আর কথা হয়নি
ফিরে তাকাইনি পিছু
হারিয়েছি তোমায় তবে,
পেয়েছি অনেক কিছু।


বুঝতে যদি পারতে তুমি
নিরবতার মানে
ভালবাসা রাখা অাছে
বুকেরই মাঝখানে।


তবে কেন হারাই তোমায়
কেন বিষাদ সিন্ধু?
অামি বৃত্তের বলয় রেখা
তুমি কেন্দ্র বিন্দু।
যতই ঘুরাও কেন্দ্র করে
দুরত্ব ঠিক রবে
ভালবাসার বাঁধন ছিড়ে
বের হতে ঠিক হবে।


না হয় হলাম অন্যরকম
কি বা অাসে যায়
যে থাকার সে ঠিকই রবে
যে যাবার সে যায়।


তাই মুখ লুকিয়ে যাচ্ছি অামি
কান্নাতে মোর হাসি
ফের বলোনা খোদার কসম
তোমায় ভালবাসি।
ফের চেয়োনা জানতে কারন
বেশ করিছি বেশ
অামি অাবার তোমায় করছি বারন
অামি চললাম নিরুদ্দেশ