মুখো মুখি যদি হবে
নির্ঘুম  রাতে,
ভালোবাসা বেঁচে রবে
তারাদের সাথে।
নিয়ন আলোতে কাঁপে
উলঙ্গ দেহ,
ছায়া,ছায়াকে গিলে
প্রয়োজন কেহ।
কিছুক্ষণ,দুটি মন
ভাঙ্গা চুড়ি এই শেষ!
চাবুকে হৃদয় চিরে
ফোঁটা ঘাম নিঃশেষ।
তার পর তুমি কার
কে তোমার?এই তো?
বেলাশেষে,এলো কেশে
গাজরা নেইতো!
সব পাপ মুছে ছাফ
তিন মগ পানিতে,
কেউ কেউ পার পায়
ধর্মের বাণীতে।
আড়ালে সবাই রাম
সব সতী সীতা,
শুধু,নোটের ছাঁপাতে কাঁদে,
এ জাতির পিতা।