রুদ্র তোমার কেমন আপন?
আমি কেমন পর?
নিজের হাতে ভাঙছো আমায়
গড়ছো নতুন ঘর।
রৌদ্র তাপে জ্বলছি আমি,
পুরছি ভীষণ আজ।
তন্দ্রা হয়ে ডাকছো আমায়,
মাথায় বিষের তাজ।
সন্ধ্যা হলে বন্দি করো,
জোনাক কুঁড়াও বেশ!
চাঁদের আলো ঢাকলে পরে,
বিছিয়ে দিয়ে কেশ।
গভীর রাতে কবির কথা,
ছবির রাতের তাস
গলা টিপে ধরছো সাথে,
বুকে দিচ্ছো শ্বাস।
রাত পোহালে বায়না ধরো
আয়না সাঁজাও রোজ,
তোমার শহর,নিখোঁজ তুমি
আমায় করে খোঁজ।