অর্থাত্ যেথায় ফিরে মুক্ত হলাম,
সকল বাঁধন আলগা করে,
ঠিক যেমনটি আমার আকার,
নিজের মতন পেলাম ফিরে,
আপন করে নিলাম চারিপাশ
শান্ত হ'ল মন,
স্তব্ধ হ'ল সকল আন্দোলন;
সেথায় আমার একান্ত নিবাস|
দুইটি প্রাণের বারি সিঞ্চনে,
স্নিগ্ধ হয়েছি এই প্রাঙ্গনে,
বারে বারে ফিরে এসেছি,
এই বাসস্থানে;
তোমরা ছাড়া এত্তো আপন,
আর কেউ নেই এই ভুবনে| :)