ছুটে চলে যায়, আলো-আঁধারি, অজানা নিঝুম ইস্টিশান...
ভীড় করে আসা অনুভূতিগুলো নিয়েছে আজ ছদ্মনাম,
প্রকাশিত হবে বলে...
আমি হয়তো লেখার ভিড়ে,শব্দ খুঁজে না পেয়ে,
শিখছি আবার নতুন করে, "বর্ণপরিচয়"
শুধু প্রকাশিত হব বলে...
প্রতিদিন আমি পুরোনো মোড়োকে,
হাজির করি নিজেকে,
বয়ে নিয়ে চলি আমার অসাড় সত্তাকে,
কুয়াশার মত ঘনিয়ে আসা অতীতের আস্তরণে,
চোখে নিদ্রা নেমে আসে;
নিরুদ্দেশ হয়ে যাই অজানা স্বপ্নের বাঁকে।