যখন আমি লুকিয়ে থাকি,
মনে মনে আলগোছে রঙ মাখি
মনের আকাশে ডানা মেলে ভাবি
আমার সমস্তটাই প্রকাশ হল,
তখন আমি চুপ করে শুনি,
কোলাহল ঠেলে ভেসে আসা,
ঘন অরণ্যে বয়ে চলা নদীর কুলকুল ধ্বনি...
শুকনো পাতার মর্মরে,
জাগে অনুরণন আপনমনে,
বহু জন্ম আগে ফেলে আসা বনানী ই
ছিলো আমার মুক্ত চারণভূমি
পোষ মানা এই সভ্যতার মাঝে
আছে শুধু মেকী নিরাপত্তা,
নেই প্রকাশ,নেই মুক্তি|