আমি ভাষার প্রয়োগ শিখিনি,
আমি বন্য আদিম প্রাণী, আমি ইশারায় ভাব প্রকাশ করি,
কথা কইতে নারি;
আমি চিৎকার করি বন্য মত্ততায়
তপ্ত হই উত্তেজনায়, সভ্য হতে পারিনি;
আমি সভ্যতার এক নষ্ট ফসল, উশ্কো খুশ্কো বদ্ধ পাগল
খানিকটা স্বার্থপর ও শয়তান, নেশার ঘোরে অচেতন,
আগুন তুমি জ্বালিয়ে দাও আমায়,
পোড়া ছাই হয়ে মিলিয়ে যাই হওয়ায়....