অনেক তো জিতলে,
প্রতিবার নিখুঁত দান চেলে;
ঠিক ঠিক জিতে গেলে
তবু হেরে গিয়ে মন জিতে নেবার
স্বাদ কী পেলে?


না পাইনি


তবে?


কিন্তু তেমন করে সুযোগ এলো কবে?


এসেছিল,...তুমি তখন
নিজের অহং মেটাতে ব্যস্ত ছিলে
সত্যি বল তো? তুমি ছিলেনা নিজেই মত্ত
আমায় অবহেলে?


সে তো তোমায় আগলে রাখব বলে....


তাই বলে আমায় বন্দী করে রাখলে?
যেই আমার অন্তহীন স্পন্দনে তোমার বেঁচে থাকা
তারে শেক'ল দিয়ে বাঁধলে?


চুপ কর... মনে রেখো...আমার নির্দেশেই তোমার স্পন্দন...


(স্মিত হেসে) তুমি আবার জিতে গেলে|