ছোট্ট শিশুর খুব তাড়া খেলবে বলে,
হন্য়ে হয়ে সঙ্গী খোঁজে, ঝাঁপিয়ে ওঠে কোলে
যা কিছু পায় হাতের কাছে, গোটা কিংবা ভাঙ্গা;
শিশুর হাতে সেজে ওঠে, হয় কল্পনাতে রাঙ্গা,
হাওয়ায় হাওয়ায় হাত নেড়ে, তার শেষ না হওয়া
কল্পজগত, শূন্যে গড়ে ফেলে- ব্যস্ত মনে অনায়াসে;
বাস্তব যদি সাতরঙ্গা হয় অবাস্তবে হাজার রঙ,
কখন যেন নিজের মনেই সঙ্গী হারা হয়ে,
হারিয়ে যায় একলা হয়ে নিরুদ্দেশের খোঁজে|
বয়স হল অনেক,
শেষ না হওয়া কবিতার দুঃখ আজ সে বোঝে;
অর্থহীন অভিযান শেষে সে যখন ঘরে ফেরে,
গুমরে মরে নিঝুম সন্ধ্যে, একলা বাতি জ্বলে|
রাতের আকাশে হাজার তারা একদৃষ্টে চেয়ে থাকে,
তারাই নাকি ভাগ্য লেখে, দিকনির্দেশ করে|
কেমন হত কখনও যদি শুরু বা শেষ না থাকতো,
অসীম এই ব্রহ্মাণ্ড-এর মত অন্তহীন...
শেষ না হওয়া কবিতারা আজও হন্য়ে হয়ে ঘোরে,
বিশৃঙ্খল কক্ষপথে সঙ্গী খুঁজে ফেরে|