বেঁচে থাকতে, মরে গিয়ে কোনো লাভ নেই|
তার চেয়ে বরং, মরে গিয়ে, বেঁচে যাওয়া ভালো|
কিন্তু যদি বাঁচার মতন বাঁচতে শেখ,
বুদ্ধি করে, আপন ছন্দ বাঁচিয়ে রাখো;
কিছুই নয়, বিধাতার সৃষ্ট সত্তা কে,
বহন করার দায়িত্ব ছিলো তোমার কাঁধে,
তাকে ফুটিয়ে তোলো|