আগে যা ছিল ভয়, সারাদিন নষ্ট
এখন তা কৌতুক, খুব সুস্পষ্ট
যা শুনে ব্যাথা হতো, মনে খুব কষ্ট
নিয়ত শ্রবণে আজ আমি বিরক্ত
যেসব ভাবনারা শুধু শুধু ঘুরত
আজ তারা ছুটি পাক এই মুহুর্ত
আমি জানি সব ভালো, সব কিছু স্বাভাবিক
তবু এই মন হয় অকারণ কাল্পনিক!
তাই বলি মনকে আর ভেবে কাজ নেই
খাটে বসে চুপচাপ বোঝাপড়া সেরে নিই
সুখের সাগরে যদি সাঁতরাতে না পার
তবে তুমি চেয়ে দেখ সেই হাসি মুখগুলো
চড়া পরে গেছে সেথা খট্খটে শুকনো|