কালপুরুষের উদ্ধত তীরে
ঈশ্বরের  প্রাণ হারা
ঝরে পড়ে দেহ খানি
উল্কার ভস্ম হয়ে।


পরশুরামের লৌহ কুঠারে
পৃথিবী বক্ষে নরবলি
আগুনে উদ্ধত দেহনাভি
অস্থি ভাসে গঙ্গা জলে।


কল্কির আগুনে তলোয়ারে
কলির দেহ দ্বিখণ্ডিত
সত্য , ত্রেতা , দ্বাপর মৃত
ফল্গু সময়ের পিন্ডদানে।।