আজ তুমি এক মনে
মুক্তির  গান গাও
খুঁজে পেলে  তুলে নাও
পুরানো সে অতীত
একদিন  ধুলো মাখা পথ ধরে  
 হেঁটেছিল কিছু  দিন,কিছু রাত। 


আজ তুমি ছিন্নমূল
মহাপ্রভু ,তুলসী মণ্ডপ  
বাগান ,মাঠ ,পুকুর ,খেত  
সব পৃথিবী, একা রেখে
প্রিয়জনের  কাঁধে
আগুনের নৌকায়।


আজ তুমি ছায়াপথে
শান্তির সন্ধানে
বুক ফাটা কান্নারা
ভোর খোঁজে ভোর
ভোরবেলা আজ  আসে
মরণ  সঙ্গী হয়ে।।