আজকে যাব, কালকে যাব
শুকনো ভাতের চাল।
একটা খাব, দুইটা খাব
মাসকলাইয়ের ডাল।
এইটা হবে, ঐটা হবে
চিন্তা করে যাই।
আমার শুধু হম্বিতম্বি
কাজের বেলায় নাই।


যুদ্ধে যাব, যুদ্ধে যাব
করেছি বেশ রব।
যুদ্ধে গিয়ে লড়ব আমি
রাখব বাজি সব।
হল কখন যুদ্ধ শুরু
খবর রাখি নাই,
সবাই এখন যুদ্ধে আমি
ঘুম পারিতে যাই।
দোষ দিয়েছ, দোষ দিয়েছ
দোষ দিয়েছ তাই।
দোষ দিয়েছ বেশকরেছ
ভুল করনি ভাই, কারন
আমার শুধু হম্বিতম্বি
কাজের বেলায় নাই।

মনের মানুষ, মনের মানুষ
ডাক পরেছে তার।
বলছি তোমায় সত্যি দুটো
আনব উপহার।
মিষ্টি করে দেখবে সেতো
করবে কলতান,
আনন্দ আর খুশির চোটে
গাইবে সেতো গান।
কতটা দিন পার হল তার
খবর রাখি নাই,
মনের মানুষ এই কারনে
রাগ করেছে তাই।
বলছি তোমায় রাগ করোনা
রাগ করোনা ভাই।
মানছি আমি ভুল করছি
এখন ক্ষমা চাই।
আমার শুধুহম্বিতম্বি
কাজের বেলায় নাই।


Dedicated to:
Sarah Zahed