তুমি সে দিন গেয়েছিলে সুমধুর গান
           এমনি এক শ্রাবণে
আকাশ জুড়ে মেঘের ছবি এঁকে ছিলে
অঙ্কনের নাম মেঘমালা রেখে ছিলে।
  খাঁচার পাখি ছেড়ে দিয়ে বলেছিলে
             যা বনে যা বনে
পাখি গান শুনে মুগ্ধ হয়ে বলেছিল
             যাব নে যাব নে
তুমি উঠোন জুড়ে বৃষ্টিতে নেচে ছিলে
কপোলের জল দু'হাতে সেচে ছিলে।
    বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল
           জল ভরপুর পুকুরে
  জানি নে সেদিন দেখছিলে কারে
          কোমল মন মুকুরে।
আজ হয়তো সেই দিনের স্মৃতিটুকু
           পড়ছে না মনে
আজ নাই পড়ুক মনে নাই পড়ুক
      পড়ুক আসে যা মনে।