এক গাঁয়ে ছিল হোঁৎকা-হাঁদা
মন ছিল তার বড্ড সাদা।
ভুঁড়িটা যেন ধানের ডোল
ইচ্ছে মতো বাজাত ঢোল।
নাকটা ছিল একটু বোঁচা
গোঁফ-দাড়ি ছিল খোঁচা-খোঁচা।
ডাকলে তারে তালতো ভাই
আলতো করে তুলতো হাই।
দুধ কলায় ভোজন সেরে
গাইতো সে গান গলা ছেড়ে।
নাচতো গানের তালে তালে
দিন কাটাতো রাজার হালে।