আমার একটা শহর আছে
ওই শহরে একাই করি বাস
একাই রাত কাটে দিন কাটে
কাটে শীত-গ্রীষ্ম বারোমাস।
শহরের কচি ঘাসগুলো নয়
ইট পাথরে, পিচ ঢালায় ঢাকা
ঘাসগুলোকে তৃণ-দূর্বা-শষ্প
এ সকল নামেও যায় ডাকা।
ওই শহরে গড়া নেই ঘর বাড়ি
গাছের তলে, মাটির বুকে শুই
চিৎ হয়ে দুই হাত বাড়িয়েই
আকাশের তারাগুলোকে ছুঁই।