নদী ভরে জল নিয়ে এসেছে আষাঢ়
ক্ষেতে মন পড়ে রয় সামন্ত চাষার।
দু’চোখে কাজল আঁকছে কিশোরী বর্ষা
বৃষ্টি করছে রিমঝিম গানের চর্চা।
জলে ডুবেছে হোগলা-করচ-নিচুল
কদম গাছে গোল গোল ফুটেছে ফুল।
খালের কিনারে বসছে ঐ কানা বগি
হেইও সুরে টানছে মাঝি নৌকোর লগি।
রাখাল আপন মনে ভাটিয়ালী গায়
ডিঙি চড়া নাইওরি উঁকিঝুঁকি বায়।
জলাধারে নাচানাচি করছে চেং-পুঁটি
ঘাটেঘাটে বেদের দলে বেঁধেছে খুঁটি।