তোমায় কি ফুলে বন্দনা করি গো রাঈ
ভেবে মরি ফুলের নাম না খুঁজে পাই।
যদি গো করো আমার উপর নির্ভর
এনে দেবো কমল সাঁতরে সরোবর।
গোলাপ দেবো বিঁধলেও আঙ্গুলে কাঁটা
নখে খুঁটলে কাঁটা ঠায় পরবে ছাঁটা।
যদি গো ছুড়ে ফেলো মনের সব দম্ভ
ভরসা রাখো, এ বর্ষায় দিবো কদম্ব।
যদি মুছে ফেলো মনের লালিত ভুল
ঋতুরাজে দেবো গাঁদা-পলাশ-শিমুল।
ছুটে যদি না যাও দূরে পালক মেলি
শরতে দেবো শিউলি ফুল গ্রীষ্মে বেলি।