যে নির্মাতা বানিয়েছে
কাগজের ডিঙি নাও
তার দেখা কোথাও না
কেউ পাও কেউ পাও।
বৈঠা ছাড়া স্ব অঞ্চলে
ডিঙি খানি স্বয়ং চলে।
নাও ভরা মাঝি মাল্লা
সব থাকে এক গাঁও।
আটকে না নাও চরে
তবু উঠে নড়েচড়ে।
না থামে না থামে নাও
উঠলেও ঝড় বাউ।।