চোখ সবার অভিন্ন, দৃষ্টি ভিন্ন ভিন্ন
কারো দৃষ্টি প্রখর, কারো আবার ক্ষীণ।


কেউ দইকে দেখি ‘দই’, কেউ বা চুন
তেমন দেখি, যেমন যার দৃষ্টিকোণ।