প্রায়ই কালবৈশাখী ঝড় আসে
লণ্ডভণ্ড করে কতশত কুঁড়েঘর
হারায় কত জনে মাথা গোঁজার ঠাঁই
বিপন্নরা দ্বারস্থ হয় আধুনিক মহাজনের
অসহ্য ঋণের চাপে
বাস্তুহারা হয়ে ছুটে বড় বড় শহরে
কেউ হয় কলকারখানার বা ইমারত নির্মাণ শ্রমিক
কেউ বা হোটেল রেস্টুরেন্টের
ব্যস্ততম নগরীতে চলে ঘামঝরা শ্রম
ঘামের বিনিময় যা পায় টেনেটুনে সংসার চলে
মে দিবস আসে শ্রমিকেরা হাসে
পরক্ষণেই হাসি ধোঁয়ায় মিশে যায়...