যত্নে গড়া খাঁচাখানা
সোনায় ষোল আনা।
খাঁচার পাখি এতোই কাঁচা
পায় না খোঁজে খাঁচার কানা
খাঁচার পাখি উড়ছে ঘুরছে
খাচ্ছে কতো রকম দানা
খেতে কেউ করছে না মানা।
পাখি কোথায় থেকে এলো কোথায় যাবে
জানেনা কোন ঠিকানা।
খাঁচা আছে শূন্যে ভেসে
নেই খাঁচায় কোন টানা।
খাঁচার ভিতর পেতে রাখা বড় বড় থানা
কিছু থানার আছে খবর পিছুগুলোর নেই জানা।
কিছু অহংকারী পাখি বলে
আমার ঘরে অমনি আসে ছানা
উড়ে ভর করে আপনারই ডানা।